সজীব খানঃ
মুক্তবাতাসে দীর্ঘশ্বাসের অপেক্ষায়
ফের কবে আসবে সেই সোনালী দিন।
উন্মুক্ত পরিবেশে বন্ধুদের চায়ের আড্ডা
খোলামেলা পরিবেশে হাতে হাত রাখা।
এ এক অদুশ্য চোরাবালি
সব কিছুই আজ স্তব্ধ
উদয় হবে কবে নতুনের সূর্য।
হ্যামিলনের সূর কি আবার আসবে
ধুর হবে সব কালো ছায়া
স্বাধীন হবে বিশ্ব
থাকবেনা আর কোন দূরত্ব ।
ছয় ঋতুর এদেশে
সূর্য উদয় হবে গোধূলি লগ্নে
চলবো ঘুরবো দেখবে
খোলা চোখে স্বজনের হাতে হাত ধরে
সব উপভোগ করবো।
করুণাময়ের দয়ার আশায়
বসে আজ ভাবছে সবাই
মসজিদ মন্দির গির্জায়
প্রার্থনা হ্যামিলনের সূরের আশায়।
Leave a Reply